



#হেমতাবাদঃ মাঘী পুর্নিমা উপলক্ষে বাঙ্গালবাড়ী ও দক্ষিণ নুরপুর এলাকার যুবকদের উদ্যোগে শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রম ও বানু গোসাই ধামে ২৪ প্রহর ব্যাপী নামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন হল বুধবার সন্ধ্যায়। এই বছর এই ধর্মীয় অনুষ্ঠানের ৪০ তম বর্ষ। বুধবার শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠান চলবে শনিবার পর্যন্ত।
আমন্ত্রিত কীর্তন শিল্পীর প্রতিদিনিই ধর্মীয় সঙ্গীত পরিবেশেন করবেন। পাশাপাশি হবে ধর্মীয় বিষয়ে আলোচনাও। প্রতিদিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই অনুষ্ঠান উপলক্ষে মন্দির সাজিয়ে তোলার পাশাপাশি আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে দক্ষিণ নুরপুর এলাকা।
