



#মালবাজার: ভর দিনের বেলায় চাবাগানে চিতাবাঘের আক্রমণে মারাত্মক ভাবে জখম হলো এক বছর দশেকের এক শিশু। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার গুডহোপ চাবাগানে। জখম শিশুর নাম আমন ওরাও (১০)। চা বাগানের শ্রমিক নেতা বীরু উরাও জানান, বৃহস্পতিবার দিনের বেলা ১২ টা নাগাদ চা বাগানের ডি ১০ নম্বর আবাদি এলাকায় ঘটনাটি ঘটে।
ওই শিশু বাড়ির গরু আনতে চাবাগানের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় হটাৎ এক চিতাবাঘ পাশের ঝোপ থেকে বেরিয়ে তার উপর আক্রমণ করে। আশেপাশের লোকজন চিৎকার করলে চিতাবাঘ পালিয়ে যায়। দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়।প্রাথমিক চিকিৎসার পর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এনিয়ে বন্যপ্রান শাখার মাল স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, আমরা খবর পাওয়া মাত্র হাসপাতালে দপ্তরের এক কর্মীকে পাঠিয়েছি।ওর জখম গুরুতর থাকায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওর চিকিৎসার খরচ দপ্তর বহন করবে। পরিস্থিতি দেখে ওই চাবাগানে খাঁচা পাতা হবে।
