



#মুর্শিদাবাদ: দূর্ঘটনার কবলে রায়গঞ্জ এর বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি। জানাগিয়েছে, শুক্রবার রাতে ফারাক্কায় জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে বিধায়কের স্করপিও গাড়ি টি। সূত্র মারফত জানা যায় ওই গাড়িতে বিধায়ক ২ সিকিউরিটি গার্ডকে নিয়ে রায়গঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
হঠাৎ একটি ডাম্পারের সাথে গাড়ি ধাক্কা লাগলে ঘটনাস্থলে মৃত্যু হয় স্করপিও গাড়ির চালকের। গাড়িতে থাকা ২ সিকিউরিটি গার্ড খবর দেয় ফরাক্কা থানায় ফরাক্কা থানায়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কর্তব্যরত চিকিৎসকরা ওই ড্রাইভার রবিন বাড়ুইকে মৃত বলে ঘোষণা করেন।
