



#মালবাজার: ডুয়ার্সের মালবাজার শহরে পৌর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই হওয়া গরম হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগে। কোথাও পোস্টার ফ্লেক্স ছেড়া আবার কোথাও পতাকা ছিড়ে ফেলে দেওয়া নিয়ে অভিযোগ উঠছে। অভিযোগ থানা পর্যন্ত গড়াচ্ছে। এই অভিযোগ করলেন শহরের ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বর্নালী শা দাস।
এনিয়ে তিনি মাল থানায় লিখিত অভিযোগ করেছেন। বর্নালী দেবী জানান, প্রচারের জন্য আমি বেশ কিছু ফ্লেক্স ও পতাকা ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুরে লাগিয়েছিলাম। আজ দেখছি কে বা কারা পতাকা ফ্লেক্স ছিড়ে খুলে নালায় ফেলে দিয়েছে। আমার অনুমান ভয় পেয়ে তৃণমূলের লোকজন করেছে। আমি থানায় জানিয়েছি।
অভিযোগের জবাবে পালটা ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সরিতা গিরি বলেন, সব ফালতু অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কোন কর্মী এই কাজ করবে না। এটা আমাদের দলের সংস্কৃতি নয়। ওরাই নিজেরা করে টিআরপি বাড়াতে চাইছে। এসব করে লাভ নেই। এখানে তৃণমূল জিতবে বোর্ড গঠন করবে।
