



#ইসলামপুর: এভাবে রক্তদানের মাধ্যমে আপনারা মুমূর্ষু মানুষের পাশে থাকুন। অনেক মানুষ বাঁচবে।রবিবার ইসলামপুর রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরে যোগ দিতে এসে এমনই জানান রাজ্যের মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানী।
শুধু রক্তদান শিবির কিংবা রক্তদানে উদ্বুদ্ধকরণ নয় আশ্রমের পূজা পাঠ এর পাশাপাশি বছর ভর নানান কাজে যুক্ত থাকেন ইসলামপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম এর সদস্যরা। এই আবহকে সঙ্গী করে রবিবার আশ্রম চত্বরেই ছিল স্বাস্থ্য শিবির, রক্ত পরীক্ষা নির্ণয় শিবিরের ব্যবস্থা।
ইসলামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে এবং উপশম নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থার সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এলাকার প্রচুর দুঃস্থ মানুষ উপস্থিত হন সেখানে। তাদেরকে স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক বিভিন্ন নি:শুল্ক পরিষেবা প্রদান করা হয়। এদিন ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত রক্ত ইসলামপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে জমা করা হয়।
