



#ইসলামপুরঃ কথায় ও গানে গানে একুশ স্মরণ যৌথ ভাবে রোববারের সাহিত্য আড্ডা ও সহজপাঠ পাবলিকেশনের। সোমবার সাতসকালে ইসলামপুরের শিবডাঙি পাড়ায় আয়োজিত ওই অনুষ্ঠান ছিল মৌনমুখর। অনুষ্ঠানের সূচনা সংগীত করেন সঞ্জীব বাগচী।
কথা ও কবিতায় ছিলেন সংস্থার সভাপতি নিশিকান্ত সিনহা, শিপ্রা নাগ, রণজিৎ হালদার, বাসুদেব রায়, ভবেশ দাস, শেখ মুমতাজ, কোয়েল গুন, অঞ্জন দাস, স্বরূপানন্দ বৈদ্য, মৌসুমী নন্দী, দ্বিজেন পোদ্দার, বিবেকানন্দ বর্মন, উজ্জ্বল দত্ত, হাসান আলী, সর্বাশীষ পাল প্রমুখ।
সংগীতে ছিলেন রীনা উপাধ্যায় ও অন্যান্য শিল্পীরা। কাব্যিক সঞ্চালনায় ছিলেন মনোনীতা চক্রবর্তী। রোববারের সাহিত্য আড্ডার সম্পাদক প্রসূন শিকদার জানান, প্রতি বছর ভাষা শহীদদের স্মৃতিতে তারা এই কর্মসূচি নেন।
