



#ইসলামপুর: অণু কথায় আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হলো সৃজন সাহিত্য আসরের উদ্যোগে। সোমবার ইসলামপুরের নেচার ক্যাফেতে ছিল জমজমাট পর্ব। পঁচাত্তর বছর বয়সে গ্রামীন এলাকায় সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ চোপড়া ব্লকের সুবল চন্দ্র গোপকে রুপার কলম দিয়ে “সিলভার পেন এওয়ার্ড” তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার তরফে।
বিশিষ্ট যন্ত্র সংগীত শিল্পী পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়কে এদিন বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। সুকন্যা বন্দ্যোপাধ্যাযের ভাষা দিবসের গানে অনুষ্ঠানের অভিষেক। কবিতা কিংবা উচ্চারণে এই পর্বকে সৃজনে আলোকিত করেন কবি নিশিকান্ত সিনহা, ভবেশ দাস, নির্মল বিশ্বাস, প্রণতি বিশ্বাস, তুলেশ সিংহ, সুবল গোপ।
দ্বিজেন পোদ্দার, স্বরূপানন্দ বৈদ্য, রণজিৎ হালদার, উজ্জ্বল দত্ত, যতীন শিকদার, বেলা সাহা, মৌসুমী নন্দী, মঞ্জরী পাল ধর, চৈতালি দেবনাথ, হাসান আলি, সৌভিক চক্রবর্তী, সম্পা শেঠ, মধুমিতা চক্রবর্তী দাস প্রমুখ। সংগীতে ছিলেন শিশু শিল্পী মৈনাক কুন্ডু, সঞ্জীব বাগচী, মনোনীতা চক্রবর্তী, অনির্বান নাগ প্রমুখ।
