



#হেমতাবাদঃ এক মহিলাকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হেমতাবাদ থানায় এসে সরব হল আক্রান্তের পরিবারের সসদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকালে হেমতাবাদ ব্লকের দক্ষিণ বাড়ইবাড়ি এলাকার জমির শরষা মারাইকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ হয়। এর পরেই স্থানীয় বাসিন্দা মঞ্জুরা খাতুনকে বাঁশ, রড দিয়ে মারধর করে অভিযুক্ত মসলিম্মুদ্দিন আহাম্মেদ ও তার পরিবারের লোকেরা। ওই মহিলার শ্রীলতাহানী করা হয় বলেও অভিযোগ।
সোমবার সকালে আক্রান্তকে সাথে নিয়েই হেমতাবাদ থানায় হাজির হন আক্রান্তাতের পরিবারের লোকেরা। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় তারা।
আক্রান্তের স্বামী হাসিবুল ইসলাম বলেন, পুলিশ এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। আমরা চাই অভিযুক্তদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হোক। হেমতাবাদ থানার আই সি জয়ন্ত দত্ত বলেন, লিখিতো অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
