



#রায়গঞ্জঃ দীর্ঘদিন ধরে পেনশন চালু না হওয়ায়, আবারও বিক্ষোভ, প্রতিবাদ দেখালো রায়গঞ্জ পৌরসভার পেনশনার্সরা। মঙ্গলবার দুপুরে শতাধিক পেনশনভোগী সমবেত ভাবে প্রতিবাদ জানালো রায়গঞ্জ পৌরসভার সামনে।
মিউনিসিপ্যাল পেনশর্নাস সমিতি সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সনাতন দে জানান, পেনশন না হওয়ায় এর আগেও আমরা প্রতিবাদ পত্র জমা দিয়েছি। এর ফলে, সামান্য ওষুধ কেনার সামর্থ হারিয়েছেন অনেক প্রবীন। মুদির দোকানে তৈরি হয়েছে দেনা। পেনশন না হওয়ায় বাকিতে সওদা দিচ্ছে না ব্যবসায়ীরা।
নিদারুন কষ্টে জীবন কাটছে রায়গঞ্জ পৌরসভার শতাধিক পেনশনভোগী৷ তিন মাস বন্ধ পেনশন। নভেম্বর মাসে শেষ পেনশন পেয়েছেন, তারপরেই বন্ধ। মঙ্গলবার দুপুর থেকে রায়গঞ্জ পৌরসভার সামনে ধর্না বিক্ষোভের শেষে তারা বলেন, আর কিছুদিন দেখা হবে তারপরেও পেনশন চালু না হলে অনাহারে আমরণ অনশনে যেতে বাধ্য হবে সংগঠনের সদস্য ও পরিবারের লোকেরা।
