



#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ : আসন্ন বিধানসভা ভোটের আগে রায়গঞ্জ পুরসভায় সংগঠনকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে টাউন সভাপতি ও ওয়ার্ড সভাপতি পদে স্থানীয় শিক্ষকদের নিয়োগ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। রবিবার দুপুর দুটায় সুপারমার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে একটি সভার আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রায়গঞ্জ টাউন সভাপতি ও ২৬ টি ওয়ার্ডের সভাপতি নিযুক্ত করা হয় ৷
রায়গঞ্জ শহরের টাউন সভাপতি হিসেবে তাপস চ্যাটার্জীকে ও সহ সভাপতি হিসেবে শুভজিৎ চৌধুরীকে এদিন নিয়োগপত্র দেওয়া হয়। এছাড়া শহরের প্রতি ওয়ার্ডে একজন করে শিক্ষক ওয়ার্ড সভাপতি হিসেবে নিয়োগপত্র পান।
এদিনের সভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, প্রাথমিক শিক্ষক সংগঠন ওয়ার্ডে ওয়ার্ডে মানুষকে মমতা ব্যানার্জীর জনমুখি প্রকল্প গুলির প্রচার করবে ৷ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি, জনবিরোধী নীতিগুলি তুলে ধরবে , কৃষি বিলের বিরোধিতা ও ওয়ার্ডের শিক্ষকদের একত্র করে মানুষকে বোঝাবে ৷ বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট যে বিজেপিশাষিত রাজ্যগুলিতে নারীরা এবং শিক্ষকরা সুরক্ষিত নয় ৷
শিক্ষকরা চাকুরি হারাচ্ছে , ৩০% বেতন কম পাচ্ছে বিজেপি শাষিত রাজ্যে ৷ জাতীয় শিক্ষানীতির ফলে সরকারি বিদ্যালয়গুলি জৌলুস হারিয়ে বেসরকারি বিদ্যালয়ে পরিনতি পাবে ৷ বিগত লোকসভা ভোটে রায়গঞ্জে ৯০ হাজার ভোটের মধ্যে মাত্র ১৭ হাজার তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৷ আগামী বিধানসভায় পিছিয়ে পড়া ভোট উদ্ধারের জন্য টাউন ও ওয়ার্ড কমিটি গঠন করা হল।
