



#ইসলামপুর: ইসলামপুর শহর মন্ডলের প্রাক্তন সভাপতি সন্দীপ ভট্টাচার্য্যকে মারধোরের ঘটনায় প্রচার স্থল থেকে বিজেপি প্রার্থীর স্বামীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকায়।
ফোন মারফত ইসলামপুর পুলিশ জেলার এসপি শচীন মক্কার জানিয়েছেন, বিজেপির টাউন সভাপতিকে মারধরের ঘটনায় একট অভিযোগ হয়েছিল। সেই ঘটনায় সৌমেন ঘোষ নামে একজনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ইসলামপুর থানার সামনে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। বিজেপির জেলা সহ সভাপতি সুরজিত সেন জানান, অন্যায় ভাবে ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এটা মেনে নেওয়া যায়না। তারা এর জবাব দেবেন গণতান্ত্রিক ভাবেই।
