



#হেমতাবাদঃ বিএসএফ এর ১৭৫ নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া মালোন জুনিয়ার হাই স্কুলে চার লক্ষ টাকার সামগ্রী বিতরণ করা হল। বুধবার সকালে মালন এলাকায় এই শিবির করে বিএসএফ এর পক্ষ থেকে বেঞ্চ, চেয়ার, কম্পিউটার সেট, ওয়াটার পিউরিফায়ার, বোর্ড, আলমারি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হল। এই সামগ্রী গুলি মালোন জুনিয়ার হাই স্কুলে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার কাজে লাগানো হবে। পাশাপাশি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএসএফ এর ডি আই জি কিশানগঞ্জ দিনেশ চন্দ্র মজুমদার ছাড়া বি এস এফ এর আধিকারিক রোনার্ড জহয়ার হাসদা, রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচি তে।
দিনেশ বাবু বলেন, সারা বছর সীমান্তের সুরক্ষায় নজর রাখার পাশাপাশি, সীমান্ত এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করে থাকে বিএসএফ। তারি অঙ্গ হিসেবে, চার লক্ষ টাকা খরচ করে বিদ্যালয়ের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করাহল। আগামীতে তারা ওই বিদ্যালয়ের পাশে থাকবে, বিদ্যালয়ের প্রয়োজনে সাহায্যে এগিয়ে আসবে৷
