News Britant

Thursday, August 11, 2022

দুই নির্দল প্রার্থীর নাম ও চিহ্নের মিল, অমিল শুধু ওয়ার্ডের

Listen

#মালবাজার: ডুয়ার্সের মালবাজার শহরে আগামী ২৭ ফেব্রুয়ারি পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। প্রতি নির্বাচনে দেখা কিছু আশ্চর্য ঘটনা। এবারও এরকম ঘটনা দেখা গেছে। শহরের ১নম্বর ওয়ার্ডে এবার ভোটে দাঁড়িয়েছেন একদা বিজেপির নেতা তথা প্রাক্তন কাউন্সিলর মানিক বৈদ্য। তার প্রতিক চিহ্ন “উদিয়মান সুর্য”।

আবার ৪ নম্বর বাম সমর্থিত নির্দল প্রার্থীর নাম মানিক পাল। তারও প্রতিক চিহ্ন “উদিয়মান সুর্য”। এরকম মিল সাধারণত দেখা যায় না। এই মিল দেখে মানিক বৈদ্য জানান, এরকম মিল দেখা যায় না। এবার আমাদের নির্দলদের দল গড়তে হবে। মানিক পাল অবশ্য এই মিল দেখে হেসেছেন। ভোটের মাঠে এই মিল সত্যি বিরল ঘটনা।

News Britant
Author: News Britant

Leave a Comment