



#সাহেব, রানীনগর: BSF -এর বিরুদ্ধে খুনের অভিযোগ, মুর্শিদাবাদ জেলার রানীনগরের ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে রাণীনগর থানার ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী কাহারপাড়া এলাকায়। মৃত যুবকের নাম বিবেক মন্ডল(৩৮)। বাড়ি রানীনগর থানার কাহারপাড়া গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সে সীমান্তবর্তী এলাকায় থাকা জমিতে চাষের কাজে গিয়েছিল। পরবর্তীতে গ্রামের প্রতিবেশী কৃষকরা জানায় বিবেকের মৃত দেহ পড়ে রয়েছে চাষের জমিতে। প্রাথমিক ভাবে অনুমান, ওই ব্যক্তিকে শ্বাস রোধ করে কেউ বা কারা খুন করেছে।
যদিও মৃতের পরিবারের অভিযোগ সীমান্তরক্ষীর জওয়ানরা শ্বাস রোধ করে খুন করেছে ছেলেকে। কাহারপাড়ার যুবক বিবেকের সীমান্তের জমি থেকে রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের লোকজন।
