



#নিউজ ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে হিংসা বন্ধের আর্জিও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi)। এ দিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে জানিয়েছেন, যে কোনও সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করা যেতে পারে। তাঁর মতে কূটনীতির মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। পাশাপাশি ইউক্রেনে আটক ভারতীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনাকেই যে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদী।
সূত্রের খবর অনুযায়ী, এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও পরাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেকে। একই সঙ্গে, প্রতিরক্ষা মন্ত্রী আশ্বাস দিয়েছেন, ইউক্রেনে উপস্থিত ভারতীয়দের যত দ্রুত সম্ভব নিরাপদে সরিয়ে নেওয়া হবে।
