



#মালবাজার: প্রায় ২ বছরের বেশি সময় হতে চললো ওদলাবাড়ি হাসপাতাল পাড়ায় তৈরি হয়েছে কমিউনিটি হল। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে দুটো ফেজে এই কমিনিউটি হলটি তৈরি হয়। এই কমিনিউটি হলটি তৈরি করতে মোট খরচ হয় প্রায় ৯০ থেকে ৯৫ লক্ষ টাকা।
সব ঠিকঠাক চললেও এই কমিনিউটি হলটি কিন্তু সরকারি ভাবে এখনো চালু হয় নি। মাঝে করোনা সংকট কালে কন্টেনমেন্ট হাউজ হিসাবে ব্যবহার করা হয়ছিল। তারপর থেকে অব্যবহার অবস্থায় রয়েছে। তবে এই কমিনিউটি হলে বর্তমান অবস্থা বেহাল। ভেঙ্গে পড়েছে দরজা জানালা। ক্ষতিগ্রস্ত বাথরুম।
কমিনিউটি হলের ভেতরে এবং বাইরে পরে রয়েছে নোংরা আবর্জনা। ছরিয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, গ্লাস। পুরো অসাস্থকর অবস্থায় রয়েছে কমিনিউটি হলের ভেতর এবং বাইরের অংশ। কেউ কেউ বলছে অসামাজিক কাজকর্ম হয় এই কমিনিউটি হলের ভেতরে এবং বাইরে। সরকারি টাকা এত টাকা খরচ করে, ব্যাবহার না করে নষ্ট করে এই ভাবে ফেলে রাখার মানেই বুঝছে না এলাকার মানুষজন।
এব্যাপারে জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, অনেক টাকা খরচ করে তৈরি হয়েছে এই কমিনিউটি হল। অসামাজিক কাজ কর্ম হচ্ছে সুনেছি। অবিলম্বে ব্যাবস্থা নেওয়া হবে।
