



#রায়গঞ্জঃ মৃত ছাত্র নেতা আনিশ খানের মৃত্যুর রহস্য উন্মোচন করতে শনিবার বিকেলে পথে নামল CPIM এর রায়গঞ্জ শহর লোকাল কমিটি। মিছিলে শামিল হয়ে ছিলেন জেলা সম্পাদক সহ অসংখ্য বামকর্মী। এদিন রায়গঞ্জ শহরের বি বি ডি মোড় থেকে পথে নামে বাম কর্মীদের এক বিশাল মিছিল।
মিছিলের পুরোভাগে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক। এছাড়াও বহু সাধারণ মানুষ এই মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিল শেষ হয় শিলিগুড়ি মোড়ে। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে আনোয়ারুল হক বলেন, ‘সরকারের অনৈতিক কাজের প্রতিবাদের মুখ ছিল আনিশ খান।
কিন্তু তাঁকে বাঁচতে দিলো না এই রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকার। তাই এই প্রয়াত ছাত্র নেতা খুনের দায়ী দোষী পুলিশ মন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক জেলা পুলিশ প্রশাসন কে হুশিয়ারি দিয়ে বলেন, রবিবার জেলায় ৩টি পৌরসভার ভোট হবে। ভোট অবাধ করতে বারংবার আবেদন জানানো সত্বেও যদি ভোট লুট হয়, তাহলে কাল ফের বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য থাকব।
