



#রায়গঞ্জঃ শুক্রবার গভীর রাতে উদ্ধার হল একটি নীলগাই। রায়গঞ্জ বনদপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন, গঙ্গারামপুর থেকে উদ্ধার হওয়া নীলগাইটিকে আপাতত ঠাঁই দেওয়া হয়েছে রায়গঞ্জ কুলিক অভয়ারণ্যের রেসকিউ সেন্টারে।
বনবিভাগ সূত্রে খবর, উদ্ধার হওয়া নীলগাইটি বিরল প্রজাতির। সূত্র মারফত খবর পেয়ে বনবিভাগের কর্মীরা এসে পৌঁচ্ছান দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের উদয় অঞ্চলের উদয়গ্রামে। এরপর বহু প্রচেষ্টায় বাগে আনা হয় নীলগাইটিকে। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় গ্রামবাসীরাও।
উদ্ধারে অংশ নেন কল্যাণ রায়, ঝন্টু বর্মন, বাবলা বর্মন, চক্র বর্মন ও বেল্লাল মিঁয়া। রায়গঞ্জ বনবিভাগের বনাধিকারিক কমল সরকার বলেন, গ্রামের লোকজনের সহায়তায় বিরল প্রজাতির নীলগাইটি উদ্ধার করে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে নিয়ে আসা হয়েছে।
আপাতত কুলিক ওয়াল্ডলাইফ রেঞ্জের রেসকিউ সেন্টারে রিলিজ করা হয়েছে। এদিকে আমাদের মত আর্দ্র জলবায়ুতে উত্তর পশ্চিম ভারতের প্রানী উদ্ধারে হতবাক হয়েছেন পরিবেশ চিন্তকেরা। তাদের ধারনা, এগুলোকে নিশ্চয়ই চোরা পথে অসদুপায় অবলম্বন করে নিয়ে যাওয়া হচ্ছিল।
