



#হেমতাবাদঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বুথ স্তর থেকে দলের সংগঠন কে সাজাতে এখন থেকেই উদ্যোগ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে সোমবার রাতে সাংবাদিক বৈঠক করে হেমতাবাদ ব্লকের পাঁচটি অঞ্চলের অঞ্চল কমিটি ভেঙে দিল তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়।
এদিন তৃণমূলের দুই ব্লক সহ সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত ও মজিবুর রহমান দুলাল কে সাথে নিয়ে হেমতাবাদে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের ব্লক সভাপতি শেখর রায়। পুরোনো অঞ্চল কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা করার পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে নতুন কমিটির ঘোষণা করা হবে বলে জানান শেখর রায়।
যদিও আচমকাই কেনো এমন সিদ্ধান্ত ব্লক নেতৃত্বের তা নিয়ে উঠছে প্রশ্ন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আগে সংগঠনকে আরো মজবুত ভাবে সাজাতেই এই সিদ্ধান্ত বলে দাবি শেখর বাবুর।
