



#উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর জেলার ৩ টি পুরসভা ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জে পুরভোটের ভোট গননা আজ। ইতিমধ্যেই ওয়ার্ডের প্রার্থীরা এবং তাঁদের কাউন্টিং এজেন্টরা কাউন্টিং হলে পৌঁছে গিয়েছেন।
ইসলামপুর ও ডালখোলা পুরসভার গননা হবে ইসলামপুর গার্লস স্কুলে অন্যদিকে কালিয়াগঞ্জ পুরসভার ভোট গননা হবে কালিয়াগঞ্জ আইটিআই কলেজে। গননাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হয়েছে। গননা কেন্দ্র ছাড়াও তিন শহরেই মোতায়েন করা হয়েছে ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স এবং কমব্যাট ফোর্স এবং পুলিশের র্যাফ বাহিনী।
