



#মালবাজারঃ এবারে নিজেদের কর্ম ও সামাজিক ক্ষেত্রে সুরক্ষা বজায় রাখতে সোমবার নাগরাকাটায় ব্রাহ্মণ কল্যাণ সমিতি গঠন করল পুরোহিতরা। বৈঠকে পুরোহিতদের কর্মক্ষেত্রে সুরক্ষা কিভাবে বজায় রাখা যায় তা নিয়ে আলোচনা করা হয়। যেমন কোন পুরোহিত যদি বাইরে থেকে আসে অথবা এলাকার পুরোহিত বাইরে গিয়ে পুজো করে সেক্ষেত্রে তাদের এই কমিটি থেকে অনুমতি নিতে হবে।
এই সমস্ত কমিটির নানা নিয়মাবলি নিয়ে আলোচনা করা হয় । এদিন সভা শেষে ২১ জনের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সম্পাদক বৈশিষ্ট্য নারায়ণ মিশ্রা, কোষাধ্যক্ষ হিসেবে হেমন্ত কুমার উপাধ্যায়কে মনোনিত করা হয়।
এছাড়াও এদিনের সভায় ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য তাপস চট্টোপাধ্যায় , সহসম্পাদক বেদ প্রকাশ পান্ডে, কার্যকরী সম্পাদক ব্রতীন চট্টোপাধ্যায়, আশুতোষ তিয়ারী, বিমলা নিরলা সহ অনান্য পুরোহিতরা।
