



#নিউজ ডেস্ক: মাত্র সাড়ে চার ঘণ্টার মধ্যে ভারতীয়দের খারকিভ ছেড়ে ইউক্রেনের অন্য তিন জায়গায় চলে যাওয়ার জন্য ‘আদেশ’ দিল দূতাবাস। বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪ টে ৫৭ মিনিটে টুইটারে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘খারকিভে সকল ভারতীয়দের জন্য জরুরি অ্যাডভাইজর।
নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য অবিলম্বে তাঁদের খারকিভ ছাড়তে হবে। যত দ্রুত সম্ভব PESOCHIN, BABAYE এবং BEZLYUDOVKA-তে চলে যেতে হবে।’ যে কোনও পরিস্থিতিতে আজ সন্ধ্যা ছ’টার মধ্যে তাঁদের অবশ্যই সেখানে পৌঁছাতে বলা হয়েছে।
