



#রায়গঞ্জঃ বুধবার সন্ধ্যায় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে, শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরনের (PPP-Model) সহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ওই শিক্ষক সংগঠনের জেলা ও রাজ্য কমিটির নেতৃত্ব।
এদিন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অনুপম দাস বলেন, ‘বর্তমান রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরন করার চেষ্টা করছে। আমরা এই PPP MODEL এর বিরুদ্ধে। এছাড়াও এদিন বিদ্যালয়ে ধর্মীয় পোশাক নিষিদ্ধকরন এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ দ্রুত রূপায়ণের দাবীতে অবস্থান-বিক্ষোভ করা হয়।’
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি উত্তম কুমার দাস, জেলা সম্পাদক অনুপম দাস, ননীগোপাল রায়, মনোজ চক্রবর্তী সহ রাজ্য নেতৃত্ব। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, জেলায় জেলায় অবস্থান, ধর্না, পথসভার পাশাপাশি আগামী ৪ ঠা মার্চ কোলকাতার বিকাশ ভবনে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হবে।
