





তবে সব ঠিকঠাক থাকলেও এদিন মানুষের ভিড় ছিলো মারাত্মক। করোনার কোনো বিধি না মেনেই এদিন মানুষজন দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হয়েছিলো। কেউ যেমন পড়ে নি মাস্ক, তেমনি ছিলো না সামাজিক দূরত্ব। অনেকে ঠেলাঠেলি শুরু করে।

তবে বহুদিন পর আবার দুয়ারে সরকার চালু হওয়ায় খুশি সাধারন মানুষ। এরজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে সাধারন মানুষ। জানা গেছে, করোনার সংক্রমণ কমে যাওয়ার পর থেকে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিয়ে তিনটি ক্যাম্প হলো ওদলাবাড়ির বিভিন্ন এলাকায়।















