



#মালবাজারঃ কর্ম জীবনে দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠার জন্য পুলিশ সেবা পদক পাচ্ছেন মাল থানার আইসি সুজিত লামা। মাল থানা আইসি থানা হিসাবে মর্যাদা লাভের পর প্রথম আইসি হিসাবে দায়িত্ব নিয়ে আসেন সুজিত লামা। প্রায় এক বৎসরের বেশি সময় ধরে মাল থানায় রয়েছেন।
দায়িত্ব নিয়ে বিভিন্ন সমস্যা মোকাবিলা করে সমাধান করেছেন। পাশাপাশি পুলিশ – পাবলিক রিলেশনও বাড়িয়েছেন। মাল থানায় আসার আগে যেসব থানায় ছিলেন সেখানেও দায়িত্ব নিয়ে কাজ করেছেন। তার এই কাজের জন্য তাকে এই সেবা পদক দেওয়া হচ্ছে বলে জানাগেছে।
জলপাইগুড়ি জেলায় তিনিই এই সন্মানে সন্মানিত হয়েছেন বলে জানাগেছে। আগামীতে যে কোন একটি দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও আইজি বিশেষ অনুষ্ঠানে সুজিত লামাকে এই সন্মানে ভূষিত করবেন। শ্রী লামার এই সন্মান প্রাপ্তিতে মাল থানার পুলিশ কর্মী ও স্থানীয় বহু মানুষ আনন্দিত হয়েছেন।
