



#রায়গঞ্জঃ প্রয়াত ছাত্র নেতা আনিশ খানের হত্যার বিচার চেয়ে এদিন এক মিছিলে সামিল হল জেলা বামফ্রন্টের নেতৃত্ব। এই মিছিলেই পুলিশের হাতে ধৃত মিনাক্ষী মুখার্জি সহ অন্যান্য কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়।
এদিন জেলা বামফ্রন্টের পক্ষে বলা হয় যে, মমতার পুলিশ তুমি যতই মারো, প্রতিবাদের মিছিল ততই হবে বড়। এদিনের মিছিল শুরু হয় রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে, এরপর মোহনবাটি হয়ে এন বি এস টি সি ডিপোর সামনে গিয়ে শেষ হয়। বামফ্রন্ট জেলা নেতৃত্বের দাবি, ছাত্র নেতা আনিস খানকে যেভাবে হত্যা করা হয়েছে, তা বাংলার মানুষের যন্ত্রনা।
খুনি অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতেই হবে। স্বচ্ছ তদন্তের দাবিতে বিচার বিভাগীয় তদন্তের দাবীও ওঠে মিছিল থেকে। এছাড়াও রাজ্য যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি ১৬ জনকে অবিলম্বে নিঃর্শত মুক্তির দাবি এবং পৌরসভা নির্বাচনে যেভাবে ভোট লুট হয়েছে তার প্রতিবাদে ধিক্কার জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের পক্ষ থেকে। মিছিলের পুরো ভাগে ছিলেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব।
