



#মালবাজার: করোনা সংকট কাটিয়ে স্বাভাবিক ছন্দে জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিল ডুয়ার্সের মাল মহকুমা এলাকার সহস্রাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। শেষ ২০২০ সালে স্কুলের ক্লাস রুমে জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিয়েছিল সেবারের পরীক্ষার্থীরা। তারপর করোনা ভাইরাস সংক্রামণ রুখতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হয়।
২০২১ সালে প্রথাগত স্বাভাবিক ছন্দে পরীক্ষা হয়নি। ২০২২ সালে করোনা সংকট কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে দেশ। আস্তে আস্তে স্কুল কলেজ খুলতে শুরু করে। শিক্ষায়তন গুলি পড়ুয়াদের কলতানে ভরে যায়। এই রকম পরিবেশে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা সোমবার থেকে শুরু হয়।
এদিন মাল বি এল হাই স্কুলে গিয়ে দেখা গেল পরীক্ষার্থীরা আস্তে আস্তে অবিভাবকদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছে। বিশাল পাল, রহিমা পারভিনদের মতো পরীক্ষার্থীরা জানালো, “স্কুল স্বাভাবিক নিয়মে হয়নি। তবু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে। সামান্য নার্ভাস হলেও ভালোই লাগছে”।
পুস্পিকা বালিকা বিদ্যালয়ে দেখা গেল গেটের সামনে গার্ড রীতিমতো হাত স্যানেটাইজড করে পরীক্ষার্থীদের প্রবেশ করানোর ব্যবস্থা হচ্ছে। আদর্শ বিদ্যা ভবনে দেখা গেল প্রধান শিক্ষক উৎপল পাল মাইকে পরীক্ষার্থীদের নিয়মাবলী জানিয়ে দিচ্ছেন। সমস্ত স্কুলেই পুলিশি নিরপত্তার ব্যবস্থা ছিল।
দীর্ঘ সময় বাদে আবার স্বাভাবিক নিয়মে পরীক্ষা হওয়ায় খুশি অবিভাবক মহলে। বিকাশ পাল নামের এক অবিভাবক জানালেন, লকডাউনে স্কুল বন্ধ থাকায় কবে স্বাভাবিক হবে এই চিন্তায় টেনশনে ছিলাম। এখন স্বস্তি এসেছে। আজ ছেলে পরীক্ষা দিচ্ছে তাই সাথে এসেছি। এই রকম পরিবেশ ছিল ডুয়ার্সের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে।
