



#মালবাজার: স্বাভাবিক নিয়ম মেনে বেতন বৃদ্ধি, অবসরের বয়স ৫৮ থেকে ৬০ পর্যন্ত বর্ধিত করা সহ কয়েকটি ডুয়ার্সের চা বাগান গুলিতে স্টাফ ও সাবস্টাফ জয়েন্ট কমিটির পক্ষ থেকে লাগাতার আন্দোলন চলছে। সোমবারও দেখা গেল ডুয়ার্সের মাল মহকুমা এলাকার নাগেশ্বরী, বাতাবাড়ি, ওদলাবাড়ি সহ বিভিন্ন চাবাগানের কারখানার গেটের সামনে সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত দাবীর সমর্থনে স্লোগান দেয়।
সংগঠনের নেতা কিশোর বিশ্বকর্মা বলেন, গত ২০১৭ সাল থেকে আমাদের স্টাফ ও সাবস্টাফ দের বেতন বাড়ছে না। আমরা জানিয়েছি যে হয় নুন্যতম মজুরির ভিত্তিতে নতুবা সাবেক নিয়ম ত্রিবার্ষিক চুক্তির ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হোক। এখন প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে তাতে যেটাকা হাতে পাই তাতে সংসার চালানো কঠিন।
এছাড়াও অবসরের বয়স বাড়িয়ে ৬০ বছর পর্যন্ত করা হোক সহ অন্যান্য দাবি রয়েছে। এই দাবী নিয়ে আমাদের লাগাতার আন্দোলন জারি আছে। প্রতিদিন নিয়ম করে প্রতিটি চা বাগানের কারখানা গেটের সামনে স্লোগান দিয়ে দাবি জানানো হবে।
