News Britant

মহারাজা জগদীশনাথের শিক্ষকদের মানবিক উদ্যোগ, অসুস্থ পড়ুয়াকে আর্থিক সহয়তা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ মহারাজা জগদীশ নাথ হাই স্কুলের শিক্ষকেরা নিলেন এক মানবিক উদ্যোগ। কিডনির সমস্যায় আক্রান্ত রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়ার জন্য নিজেরাই তুলে দিল আর্থিক সহয়তা।

এদিন মহারাজা জগদীশ নাথ হাই স্কুলের সহকারী শিক্ষক মনোজ চক্রবর্তী জানান, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মহাবীর পাঠক গুরুতর কিডনীর সমস্যায় ভুগছে। তার ডায়ালিসিস চলছে। রায়গঞ্জের ডাক্তারবাবুদের মতে, ওর দুটো কিডনীরই খুব খারাপ অবস্থায় রয়েছে।

এরকম পরিস্থিতিতে ওকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্যে বাইরে নিয়ে যাওয়া দরকার। হয়তো কিডনী প্রতিস্থাপনই একমাত্র উপায় যা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। সে ব্যয়ভার বহন করার সামর্থ্য এই পিতৃহীন ছেলেটির দুঃস্থ পরিবারের নেই। দিন কয়েক আগে অসুস্থ ওই পড়ুয়ার মা ছেলের চিকিৎসার সাহায্য চাইতে হাজির হন মহারাজা জগদীশ নাথ স্কুলে।

বাচ্চাটির চিকিৎসায় পাশে দাঁড়াতে করোনেশন স্কুলের পক্ষ থেকেও আবেদন জানানো হয়। তাই মহারাজা জগদীশ নাথ হাই স্কুলের পক্ষ থেকে বাচ্চাটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ প্রত্যেকে নিজ নিজ সাধ্যমত আর্থিক সহযোগিতা করেন।’ মহারাজা জগদীশ নাথ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এমন মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষক সমাজ।

News Britant
Author: News Britant

Leave a Comment