



#মালবাজার: বিশ্ব নারী দিবসে মঙ্গলবার ডুয়ার্সের মেটেলি ব্লকের মেটেলি চা বাগানের শান্তিনগর ফুটবল মাঠে চাবাগানের মহিলাদের নিয়ে বিশেষ সেমিনার ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। ডুয়ার্সের চাবাগান এলাকা থেকে মাঝেমধ্যে শিশু কিশোর সহ নারী পাচারের ঘটনা ঘটে।
এই ঘটনা রুখতে এবং এই ঘটনার বিরুদ্ধে চাবাগান এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে মেটেলির ‘নারী সংগঠন ও ওম্যান ফোরাম’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা গত ৭ বছর ধরে কাজ করে চলছে। মঙ্গলবার ছিল তাদের ৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে মেটেলি চাবাগানে এই অনুষ্ঠান পালন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডুয়ার্সের বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় কুজুর। উপস্থিত ছিলেন মেটেলি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুন্ডা, ব্লক স্বাস্থ্য আধিকারিক, মহিলা নেত্রী স্মোমিতা কালান্দি সহ অন্যান্যরা। সংস্থার প্রধান নেত্রী মেনুকা সাহা প্রধান বলেন, আমাদের সংস্থা মুলত হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং ও ওম্যান ট্রাফিকিংয়ে বিরুদ্ধে কাজ করে চলছি।
এছাড়াও যেখানে নারীদের উপর পারিবারিক কিম্বা সামাজিক অত্যাচার হলে আমরা দ্রুত সংগঠিত ভাবে তার প্রতিবাদ করি এবং সেই অত্যচারিত মহিলাকে সাহায্য করি। আজ ৮ তম প্রতিষ্ঠা দিবস। তাই চাবাগান এলাকায় মহিলাদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠান করেছি।
