



#রায়গঞ্জঃ নারী দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে রায়গঞ্জের ইনিস্টিউটে অনুষ্ঠিত হল এক আইনি সচেতনতা ও স্বনির্ভরতার কর্মশালা। একই সাথে এদিন রাতে অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক সন্ধ্যা। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট মানুষেরা।
দোয়েল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সংগঠনের সভাপতি দেবজিৎ রায় বলেন, ‘এদিন সন্ধ্যায় মহিলাদের আইনি সচেতনতা বৃদ্ধি করতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।’
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক সুব্রত সরকার, মহিলা সমিতির সভাপতি কল্পনা রায়, আইনজীবী দেবাশীষ ঘোষ প্রমুখ। এই কর্মসূচির বাইরে এদিন এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন দ্য স্টেপ ডান্স ও নৃত্যাঞ্জলী নৃত্য দল।
