



#মালবাজারঃ বানারহাটে সাংবাদিকের বাড়িতে গভীর রাতে কিছু মদ্যপ অসামাজিক ব্যাক্তির হামলা ও সাংবাদিককে প্রান নাশের হুমকি দেয়। এরই প্রতিবাদে এবং ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্টের কাছে স্মারক লিপি দিল ওয়েষ্ট্রান ডুয়ার্স প্রেস ক্লাব।
এদিন সন্ধ্যায় প্রেস ক্লাবের সম্পাদক রাজেন প্রধান (আজতক) যুগ্ম সম্পাদক বিদেশ বসু (উত্তরবঙ্গ সংবাদ) দেবজ্যোতি চ্যাটার্জি (উত্তরের সারাদিন) অমিতাভ ভট্টাচার্য (আজকাল) সোমনাথ দত্ত সহ অন্যান্য সাংবাদিকরা মাল থানায় গিয়ে আইসি সুজিত লামার সাথে দেখা করে তার মাধ্যমে জেলা পুলিশ সুপারের কাছে পাঠায়।
পরে শ্রী প্রধান জানান, মদ্যপ ও অসামাজিক ব্যক্তিদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় বানারহাটে সাংবাদিক অতীশ সেনের বাড়িতে হামলা হয়। আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করছি। পাশাপাশি মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছি যে অবিলম্বে দোষী ব্যাক্তিদের সনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
