



#মালবাজারঃ এক বয়স্ক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল নাগরাকাটা ব্লকের ভূটান সীমান্তে ক্যারন চা বাগানে। মৃত ব্যক্তির নাম কাঞ্চা অসুর(৫০)। বাড়ী বাগানের মানু লাইন শ্রমিক মহল্লায়। শুক্রবার সকালে বাগানের গেট এর কাচ্ছে কাঞ্চা অসুরের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন নাগ্রাকাটা থানার আই সি কৌশিক কর্মকার। দ্রুত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ী সদর হাসপাতালে পাঠান হয়। পুলিশ ও স্থানীয় লোকের প্রাথমিক ধারনা কাঞ্চা অসুরকে হত্যা করা হয়েছে।
মৃতের পরিবার সুত্রে জানা গেছে, মৃত ব্যাক্তি শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ছিল। এদিক ওদিক দিন মজুরী করে তার জীবন চলত। আই সি বলেন, মৃতদেহ দেখে অনুমান হচ্ছে কাঞ্চা অসুরকে হত্যা করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্যপাঠিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে।
