



#ইসলামপুর: শিয়ালের কামড়ে জলাতঙ্ক হয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম বিপ্লব হেমব্রম।বয়স সতেরো। বাড়ি ইসলামপুর থানার মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্র অনুযায়ী, প্রায় তিনমাস আগে চা বাগান থেকে বেরিয়ে এসে একটি শিয়াল কামড়ে দেয় ওই কিশোরকে।
কিন্তু সেই সময়ে সংশ্লিষ্ট বিষয়ে তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয়নি ওর পরিবারের তরফে। এরপরই শরীরের জ্বলাতংকের উপসর্গ দেখা দেয়।মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার পঞ্চায়েত সদস্য আনন্দ তরফদার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।
আগে জানলে হয়তো বেঁচে যেত ওই কিশোর। কারন এখন এ ধরনের ঘটনার ক্ষেত্রে অনেক ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আচমকা এ ঘটনায় মৃত কিশোরের পরিবারের সদস্যদের মধ্যে শোক যেন আছড়ে পড়ছে।
