



#রায়গঞ্জঃ আগামী ২৮ ও ২৯ শে মার্চ দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ১০টি ট্রেড ইউনিয়ন। সেই ধর্মঘট সফল করতে এদিন পথে নেমে মিছিল করল উত্তর দিনাজপুর জেলা CPIM এর সদস্যরা।
মিছিলের সামনের সারিতে থেকে উত্তর দিনাজপুর জেলা CPIM এর জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, আগামী ২৮ ও ২৯শে মার্চ দুইদিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজকের এই মিছিল।
এছাড়াও এর সাথে আমরা সম্প্রতি প্রয়াত ছাত্র নেতা আনিশ খানের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের পেনশনসহ একাধিক দাবিকেও সাথে রেখেছি।
এদিনের মিছিল শুরু হয় BBD মোড় থেকে এবং দেশবন্ধুপাড়া, বন্দর কাঞ্চনপল্লী, রাসবিহারী মার্কেট হয়ে দেবীনগরে গিয়ে শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন সি পি আই (এম) জেলা সম্পাদক আনোয়ারুল হক, তীর্থ দাস, রঞ্জন দাস, প্রদ্যোত নারায়ণ ঘোষ, বিপ্লব সেনগুপ্ত প্রমুখ।
