



#সুমন রায়, রায়গঞ্জঃ আগামী ১৬ মার্চ থেকে রায়গঞ্জের আব্দুলঘাটাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় ভবনে প্রথম বর্ষের ক্লাস শুরু হতে চলেছে। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু করা হয়েছে মেডিকেল কলেজের পক্ষ থেকে তবে আব্দুলঘাটায় অবস্থিত মেডিকেলের দ্বিতীয় ভবনে যাতায়াতের জন্য যে রাস্তাটি রয়েছে তার বেহাল অবস্থার জন্য সমস্যার আশঙ্কা করছেন ছাত্র-ছাত্রী থেকে মেডিকেল কলেজের আধিকারিকরা।
যদিও এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় জানান, ছাত্র-ছাত্রীরা হোস্টেল থেকে ক্লাসে যাবে সেক্ষেত্রে খুব একটা সমস্যার হওয়ার কথা নয় তাদের তবে যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তাটির অবস্থা বেহাল হওয়ায় তাতে সমস্যা একটা থেকেই যাচ্ছে।
এছাড়া তিনি জানান, এই সমস্যা সমাধানের জন্য তাদের তরফ থেকে যথাযথ চেষ্টা করা হয়েছে এবং এই রাস্তা ঠিক করার দায়িত্বে থাকা সেচ দপ্তরকেও তাঁরা বহুবার জানিয়েছেন, তাতে লাভের লাভ কিছু হয়নি।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেডিকেল কলেজে ক্লাস চালু হলেও রাস্তার বেহাল অবস্থার জন্য যাতায়াতের বড় সমস্যা দেখা দিয়েছে।
