



#ইটাহারঃ গতকালের পথ দুর্ঘটনায় ভাইয়ের জখম ও বোনের মৃত্যু সংবাদের রেশ কাটতে না কাটতে রবিবার আবারও এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। রবিবার বিকেলে এমনি ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চাঁকলা মানাইনগর এলাকায় চাঁচোল ইটাহার রাজ্য সড়কে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইটাহার থানার মারনাই গ্রামের বাসিন্দা অব্দুল কাদের(৪৪) মোটর বাইক নিয়ে ইটাহারে কাজে আসছিল। সেই সময় চূড়ামণ মুখী উল্টো দিক থেকে আসা একটি বেসরকারী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ফলে ব্যপক চাঞ্চল্য ছড়ায় চাঁকলা মানাইনগর এলাকায়। পথ দূর্ঘটনার জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয় চাঁচোল ইটাহার রাজ্য সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহা ও ট্রাফিক ওসি অভিজিৎ দত্তের নেতৃত্বে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক বেসরকারি বাসটি আটক করেছে ইটাহার থানার পুলিশ।
