



#রায়গঞ্জঃ অবশেষে দীর্ঘ টালবাহানার পর ডালখোলা বাইপাস খুলে দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ডালখোলার তীব্র যানজট যন্ত্রণা থেকে আংশিক মুক্ত করতে ডালখোলা বাইপাসের একদিকের রাস্তা খুলে দেওয়া হবে আগামী ২১শে মার্চ। এমনটাই দাবি করেছেন ৩৪ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক।
তবে এক্ষুনি মাল বাহী বড় ট্রাককে ওই পথে চলাচল করার অনুমতি দেওয়া হবে না। সে পথে চলবে চার চাকার ছোট গাড়ি সহ যাত্রীবাহী বাস, সরকারি গাড়ি ও এ্যাম্বুলেন্স। জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদা ডিভিশনের ইঞ্জিনিয়ার সাদাফ আলি জানান, আগামী ২১শে মার্চ ছোট গাড়ি, যাত্রী বাহী বাস, এ্যাম্বুলেন্সের জন্য ওই বাইপাস খুলে দেওয়া হবে।
তবে আপাতত ট্রাক যাতায়াত করার অনুমতি দেওয়া হবে না। এদিকে বাইপাস চালু হওয়ার কথা সামনে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক অমিত কুমার সরকার বলেন, ডালখোলা বাইপাস চালুর মধ্যে দিয়ে প্রায় ২০ বছরের যন্ত্রনা নিরসন হতে চলেছে।
কত আন্দোলন, কত দাবী কর্মসূচী ক্রমাগত চালানোর পর, আগামী ২১ শে মার্চ ২০২২ তারিখে, ডালখোলা আর,ও,বি (Rail Over Bridge) সাধারণ ভাবে যাকে ফ্লাই ওভার বলছে, প্রথমে শুধুমাত্র যাবতীয় যাত্রী গাড়ী চলাচলের জন্যে, খুলে দেওয়া হচ্ছে।
ফলে, সমগ্র উত্তর বঙ্গের মানুষের শিলিগুড়ি থেকে রায়গঞ্জ – মালদা – কলকাতায় যাতায়াতের সময় গড়ে প্রায় এক ঘণ্টা বা, তার বেশী সময় বেঁচে যাবে। এটা সকলের জন্যেই, ভীষণ স্বস্তি এবং আনন্দের সংবাদ।
