



#রায়গঞ্জঃ করোনা পরবর্তী নিউ নর্মালে করোনা বিধি মেনে প্রথমবার নির্বিঘ্নে সম্পন্ন হল এবারের মাধ্যমিক পরীক্ষা। রায়গঞ্জের সবকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার এবারের মাধ্যমিক পরীক্ষার কনভেনর প্রসূন কুমার দত্ত।
সকলের সদর্থক ভূমিকাকে তিনি কুর্নিশ জানিয়েছেন। তবে এদিন মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে শেষ মূহুর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুভাষগঞ্জ হাই স্কুলের ছাত্রী মৌসুমি খাতুন। মধ্যশিক্ষা পর্ষদ নিয়োজিত মহকুমা কনভেনরকে পাশে রেখে রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক অমল বিশ্বাস জানান, এদিন মাধ্যমিক পরীক্ষার শেষ দিন।
এদিনের পদার্থ বিজ্ঞান পরীক্ষা শেষ হওয়ার কিছু আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই পরীক্ষার্থী মৌসুমি খাতুন। রায়গঞ্জ মহকুমা কনভেনর সঞ্জয় দাসের সহযোগিতায় তাকে ভর্তি করা হয় রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মালঞ্চা হাই স্কুলের শিক্ষক রফিকুল আলমও ওই ছাত্রীকে মেডিক্যালে ভর্তি করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি আরও জানান, অসুস্থ ওই পরীক্ষার্থী হাসপাতালেই বাকি পরীক্ষা শেষ করে। পরীক্ষা শেষ হওয়ার আগেই হাসপাতালে পৌঁছে যায় ওই পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা।
