



#মালবাজার: অভিনব ভাবে গাড়ি মধ্যে ধানের তুষ চাপা গরু পাচার করতে গিয়ে শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ল গাড়ি ও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া গরু। ঘটনাটি ঘটেছে মাল মহকুমা অন্তর্ভুক্ত ক্রান্তি এলাকায়। জানাগেছে, বৃহস্পতিবার সকালে ক্রান্তি ফাঁড়ির পুলিশ অন্যান্য দিনের মতো নাকা চেকিং করছিল।
সেই সময় পুলিশ ধানের তুষের বস্তা বোঝাই একটি পিক- আপ ভ্যান আটক করে। সন্দেহ হতেই পুলিশ ওই পিক- আপ ভ্যানের পিছনের খুলতেই পুলিশ কর্মীরা অবাক হয়ে যায়। তারা দেখতে পায় উপরে ধানের তুষের বস্তা থাকলেও নিচে রয়েছে কয়েকটি গরু। এরপর পুলিশ ভ্যানটিকে আটক করে।
পুলিশ সুত্রে জানাগেছে, গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়ি ও অন্যান্য সামগ্রী আটক করা হয়েছে। গাড়ির মালিক, চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কোন জায়গা থেকে কোথায় এই গরু নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
