



#ইসলামপুর: ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে অবিলম্বে পদাতিক ট্রেনের স্টপেজ এর দাবি জানিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি পাঠাল ইসলামপুর নাগরিক মঞ্চ। পাশাপাশি এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর সাংসদ তথা কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
নাগরিক মঞ্চের সম্পাদক হিমাংশু সরকার জানান, কোভিড সংক্রমনের আগে ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশন কলকাতা যাবার একাধিক ট্রেন ছিল। কিন্তু বর্তমানে এই মহকুমা সদর তথা পুলিশ জেলার মানুষদের জন্য কলকাতা যাওয়ার কোন ট্রেন নেই।
ফলে তাদেরকে হন্যে হয়ে ছুটতে হচ্ছে শিলিগুড়ি সংলগ্ন এনজেপি কিংবা বিহারের কিশানগঞ্জ স্টেশনে ট্রেন ধরার জন্য। তাই অবিলম্বে সাময়িকভাবে পদাতিক ট্রেনের স্টপেজ এই স্টেশনে দেওয়া হোক বলে দাবি তুলেছেন মঞ্চের সদস্যরা।
