



#রায়গঞ্জঃ ইউক্রেন থেকে সুরক্ষিত ভাবে ফিরে আসা রায়গঞ্জ বোগ্রামের বাসিন্দা তথা ২য় বর্ষের ডাক্তারী পড়ুয়া মেরিনা পারভিন সরকারকে সুস্থ ভাবে ফিরে আসার জন্য সংবর্ধনা দিলেন রায়গঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত।
রবিবার সকালে তিনি রায়গঞ্জ ব্লকের ১৩ নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোগ্রামের বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ান। এদিন প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে তার হাতে পুস্পস্তবক, চকলেট এবং কলম তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন লিয়াকত আলী, তন্ময় দত্ত সহ অন্যান্যরা।
মেরিনা পারভিন ইউক্রেনে মেডিকেলের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সম্প্রতি সে ইউক্রেন থেকে সুস্থভাবে রায়গঞ্জে ফিরে এসেছে। মেরিনা জানায়, সে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খারকিভ থেকে ২০ কিমি হেঁটে খুব কষ্ট করে চেকোশ্লোভাকিয়ায় পৌঁছায়।
এদিকে, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত মেরিনার মানসিক দৃঢ়তার জন্য প্রয়োজনীয় সহানুভূতি জানান। সাথে যে কোনো সমস্যা হলে তাঁকে জানানোর জন্য অনুরোধ করেন মোহিত বাবু।
