



#রায়গঞ্জঃ পশ্চিমবঙ্গ বিধানসভায় এই রাজ্য ভেঙে আলাদা রাজ্য গঠনের দাবি তোলায় জয় বাংলা ডাক তুলল উত্তর দিনাজপুর বাংলা পক্ষ। এই দাবিতে রবিবার সন্ধ্যায় কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার কুশপুত্তলি দহন করল তারা। রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে এদিনের কর্মসূচিতে ছিলেন বাংলা পক্ষের সদস্যরা।
উত্তর দিনাজপুর জেলা বাংলা পক্ষের জেলা সম্পাদক শুভঙ্কর ঘোষ বলেন, ‘কার্শিয়াং বিধানসভার বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা সম্প্রতি পশ্চিম বঙ্গ রাজ্য বিধানসভায় রাজ্য ভেঙে আলাদা রাজ্য গঠনের দাবি তোলেন। তাই আজ রায়গঞ্জ থানায় তার বিরুদ্ধে FIR করা হয়।
পাশাপাশি জাতিবিদ্বেষী কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে একটু কুশপুতুলও দাহ করা হয়।’ জয় বাংলা ধ্বনিতে এদিন বিবেকানন্দ মোড় এলাকা ছিল সরগরম। এছাড়াও তাদের মুখে স্লোগান ছিল ‘আমার মাটি, আমার মা, গোর্খাল্যান্ড হবে না’।
