



#রায়গঞ্জঃ সোমবার সকালে পুজা পাঠের মধ্যে দিয়ে যোগানন্দ ভবনের উদ্বোধন হল রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে। উদ্বোধন করেন মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী নিত্যযুক্তানন্দজী। নবনির্মিত ভবনের উদ্বোধন করে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিত্যযুক্তানন্দজী বলেন, ”আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী যোগানন্দের জন্মদিন।
সেই উপলক্ষে ভক্তদের আর্থিক সহয়তায় তৈরি এই নতুন ভবনের দ্বারোদঘাটন করা হল। তাঁর নামেই ভবনটি উৎসর্গ করা হয়েছে। এই ভবনে ৩টি কক্ষ তৈরি হয়েছে। একটি কক্ষে সেক্রেটারি মহারাজ বসবেন, ২য় কক্ষটি একটি বুক স্টল হিসেবে ব্যবহৃত হবে এবং ৩য় কক্ষটি ক্যাশ ও একাউন্ট সেকশনের কাজে ব্যবহৃত হবে।’ এদিন সকালে এই উপলক্ষে মিশনে এসেছিলেন বহু ভক্ত।
