



#মালবাজার: চেয়ারম্যানের দায়িত্ব পেতেই সোমবার রীতিমতো হুডখোলা গাড়িতে র্যালি সহ পৌর ভবনের দপ্তরে এসে কাজ শুরু করলেন স্বপন সাহা ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। গত বৃহস্পতিবার বিকালে মাল কলোনির মাঠে চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছিলেন স্বপন সাহা।
শুক্রবার ও শনিবার দোল উপলক্ষে ছুটি থাকায় সোমবার তৃতীয় বারের জন্য চেয়ারম্যান হিসাবে মাল পৌরসভার কার্যকালের মেয়াদ শুরু করেলেন স্বপন বাবু। এদিন তার সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য পৌর কাউন্সিলররা। সোমবার সকাল থেকে মাল পৌরসভার দপ্তরে ছিল যথেষ্ট তৎপরতা।
সপ্তমবারের পৌর বোর্ড গঠিত হবে সেজন্য উৎসাহী মানুষের ভীড় ছিল। অফিস আওয়ার্স শুরু হতেই হুডখোলা গাড়িতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান র্যালি সহ পৌর ভবনে আসেন। সঙ্গে ছিলেন অন্যান্য কাউন্সিলর ও সাধারণ মানুষ। দপ্তরে আসতেই শুভেচ্ছা জানায় দপ্তরের কর্মীরা।
এরপর স্বভাবসিদ্ধ ভাবে স্বপন সাহা ও উৎপল ভাদুড়ি তাদের দপ্তরে বসেন এবং আগত মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বপনবাবু জানান, অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন মুলক কাজ করা হবে। এবার ডাম্পিং গ্রাউন্ডের কাজ সবাইকে নিয়ে শুরু করতে হবে।
