



#মালবাজার: রবিবার দুপুরে নিউমাল জংশন চত্বরে টেনে কাটা পড়ে মৃত্যু ঘটেছিল এক মহিলার। ২৪ ঘন্টা পার হতে না হতেই সোমবার দুফুরে আবারও ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু ঘটলো এক অঞ্জাত পরিচয় মহিলার। জানা গেছে, চ্যাংড়াবান্ধা থেকে শিলিগুড়ি গামী প্যাসেঞ্জারের ধাক্কায় লাইনে কাটা পড়ে মৃত্যু হয় ওই অজ্ঞাত পরিচয় মহিলার।
সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ কলোনি এলাকা সংলগ্ন রেললাইনে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এই এলাকায় যাযাবর শ্রেণীর কিছু লোক রেল লাইনের ধারে ঝুপড়ি ঘরে বসবাস শুরু করেছিল।
এই মহিলা ঝুপড়িতেই থাকতো। এদিন রেল লাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন থামবার চেষ্টা করছিল। সেইসময় ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে।
