



#রায়গঞ্জঃ উত্তর বঙ্গের অন্যতম যানজট প্রবন সড়ক ডালখোলা বাইপাস চালু হওয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জ লোকসভার প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সীকেই স্মরণ করলেন রায়গঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।
এদিন তিনি ডালখোলা বাইপাস প্রসঙ্গে বলেন, ‘সম্ভবত ২০০৫ – ২০০৬ যখন অর্থ বাজেটে প্রিয় দা ডালখোলা বাইপাসের কাজের জন্য অর্থ বরাদ্দ করাতে পেরেছিলেন, তখন ওঁনার থেকে খুশি কাউকে দেখিনি। আজ প্রায় ১৪বছর উনি না থেকেও, কোথাও যেন জেলার প্রতিটি উন্নয়নের কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন।
অসম্ভব দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন প্রিয় দা। জেলার উন্নয়নের জন্য সদাসর্বদা সচেষ্ট ব্যক্তি ছিলেন। জেলার দুর্ভাগ্য আমরা খুব বেশীদিন ওঁনাকে পাইনি। আজ তার শুরু করা একটি গুরুত্বপূর্ণ কাজের শেষ হলো তথা ডালখোলা বাইপাস সরকারীভাবে খুলে দেয়া হল।
আজ উনি নিজে থাকলে সব থেকে বেশি খুশি হতেন। প্রিয়দা কে বাদ দিয়ে হয়তো এই কাজের কৃতিত্ব বাকি কেউ নিতে চাইলে ইতিহাস ক্ষমা করবে না। জেলার জন্য কংগ্রেস এবং এই মানুষটা কি করেছে তার একটি অন্যতম খতিয়ান হয়ে থাকবে।’
