



#রায়গঞ্জঃ অনগ্রসর সম্প্রদায় কল্যান বিভাগের উদ্যোগে এবং রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার ভাওয়াইয়া সংগীত শিল্পীদের নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল এক সংগীত প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনটি জেলার প্রায় ১৫০ সংগীত শিল্পী। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মন্ডল বলেন, ‘ভাওয়াইয়া সংগীতের শুরু হয় অধুনা বাংলাদেশের রংপুরে।
ধীরে ধীরে সেই গান সমগ্র উত্তর বঙ্গ, অসম এবং বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। উত্তরবঙ্গের মাটির গান হিসেবে ভাওয়াইয়া সংগীত পরিচিত। পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যান বিভাগের উদ্যোগে, মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ ব্লকে এই ভাওয়াইয়া সংগীতের দুটো বিভাগ নিয়ে আয়োজিত হয় প্রতিযোগিতা।
এই দুটো বিভাগ হল ‘চটকা’ এবং ‘দরিয়া’। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, এদিনের প্রতিযোগিতার সফলরা আগামীতে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। এদিনের অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মন্ডল সহ অন্যান্য আধিকারেকেরা।
