





সিনির সদস্য জয়ন্ত রায় বলেন, এদিনের শিবিরে ইটাহার গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়ারী কর্মী ও কিছু শিশুদের নিয়ে সচেতনতা মূলক শিবির করা হয়। মূলত, সমাজে শিশুদের বেঁচে থাকার অধিকার, সুরক্ষার অধিকার, অংশ গ্রহনের অধিকার এবং বিকাশের অধিকার এই ৪ টি মৌলিক অধিকার যাতে লঙ্ঘিত না হয় এবং লঙ্ঘন হলে কি কি করনীয়, সেই সব বিষয়ে আলোচনা করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা দাস, উত্তর দিনাজপুর জেলা সিনির সদস্য দেবারতি সরকার, দিয়া কুন্ডু, জয়ন্ত রায়, কাবেরী মজুমদার প্রমুখ।















