



#ইটাহারঃ স্বল্প সংখ্যক কর্মী সমর্থক নিয়ে রামপুরহাট কান্ডে বাম জোটের বিক্ষোভ মিছিল ও পথসভা করা হলো বৃহস্পতিবার ইটাহারে। ইটাহারে বামফ্রন্টের পক্ষে যৌথ ভাবে এই বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
CPIM নেতা সিরাজুল ইসলাম বলেন, ইটাহার হাটখোলা এলাকায় সংগঠনের দলীয় কার্যালয় থেকে বামফ্রন্ট পার্টির নেতা ও কর্মীরা ইটাহারের রাস্তায় ধিক্কার মিছিলটি পরিক্রমা করে। মিছিল শেষে ইটাহার চৌরাস্তা এলাকায় পথসভা করে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিপিআইএম নেতা সিরাজুল ইসলাম, সমর সরকার, আব্দুর রহিম, সিপিআই নেতা অজয় চক্রবর্তী, মাইনূল হক, বামফ্রন্ট মহিলা নেত্রী আল্পনা বর্মন, সন্দীপ ঝা, আনোয়ারুল হক, অমল রাজভর সহ অন্যান্যরা।
